প্রযুক্তি বিশ্বের বরপুত্র ইলন মাস্ক এবার এনেছেন একেবারেই নতুন যোগাযোগ প্ল্যাটফর্ম ‘XChat’। এই অ্যাপের মূল লক্ষ্য ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা।

XChat-এ থাকবে সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যার ফলে ব্যবহারকারীর বার্তা তৃতীয় পক্ষের পক্ষে পড়া বা আটকানো অসম্ভব হয়ে পড়বে। এছাড়া মেসেজ নিজে থেকেই মুছে যাওয়ার সুবিধা (self-erasing messages) থাকায় নিরাপত্তা আরও জোরদার হবে।

সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এই অ্যাপ ব্যবহার করতে কোনো ফোন নম্বরের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা পরিচয় গোপন রেখেই যোগাযোগ করতে পারবেন।

এটি দিয়ে যেকোনো ধরণের ফাইল সহজে শেয়ার করা যাবে। পাশাপাশি ভয়েস ও ভিডিও কলের সুবিধা থাকবে, যা সম্পূর্ণভাবে প্রচলিত মোবাইল ক্যারিয়ার নির্ভরতা থেকে মুক্ত রাখবে।

‘Rust’-ভিত্তিক আর্কিটেকচার ও বিটকয়েন-স্টাইল এনক্রিপশন প্রযুক্তিতে তৈরি এই প্ল্যাটফর্মকে বলা হচ্ছে দ্রুত, নিরাপদ ও নমনীয় যোগাযোগের নতুন সমাধান। একাধিক প্ল্যাটফর্মে এটি ব্যবহার করা যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন অ্যাপটি ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews