ফুটবলের এক মৌসুম শেষ হয়ে শুরু হয়েছে আরেকটি। নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপও ইতোমধ্যে শেষ হয়েছে। মাঠে এখন প্রিমিয়ার ফুটবল লিগ ও ফেডারেশন কাপ।
অথচ, গত মৌসুমের চুক্তি অনুযায়ী পারিশ্রমিকের পুরো অর্থ এখনো পাননি শেখ রাসেলের ফুটবলাররা। এ নিয়ে অভিযোগ জানাতে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এসেছিলেন তারা।
ফুটবলার আসাদুজ্জামান বাবলু বলেন, ‘দুই মৌসুমে কারও ১৫, কারও ২০ লাখ টাকা বাকি। বিষয়টি হয়তো জানেনই না শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খামখেয়ালি করেছে।’
রহমত মিয়া বলেন, ‘ম্যানেজমেন্টের কাছে পারিশ্রমিক চাইতে গেলে এমন ব্যবহার করে যে, তারা আমাদেরকে চেনে না। তাই আমরা বাফুফেতে এসেছি চুক্তি অনুযায়ী পারিশ্রমিকের অর্থ না পাওয়ার অভিযোগ জানাতে। আমাদের বিশ্বাস, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও শেখ রাসেলের চেয়ারম্যান বিষয়টি অবগত হলে পারিশ্রমিক পেয়ে যাব।’