বৈশ্বিক দক্ষিণের (গ্লোবাল সাউথ) গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চীন ও মিসরের পারস্পরিক স্বার্থ রক্ষায় কৌশলগত সমন্বয় আরও গভীর করা উচিত বলে মন্তব্য করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। বুধবার (৯ জুলাই) কায়রোতে আনুষ্ঠানিক সফরে পৌঁছার পর এ কথা বলেন তিনি। চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এ খবর জানিয়েছে।

তিনি বলেন, চীন ও মিসর দুটিই প্রাচীন সভ্যতা। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রায় ৭০ বছর ধরে তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু।

মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা কামাল মাদবুলির আমন্ত্রণে কায়রো সফরে গেছেন লি। কায়রো বিমানবন্দরে মিসরের প্রধানমন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা লি ছিয়াংকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার সম্মানে একটি আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান আয়োজন করেন।

লি আরও বলেন, রাজনৈতিক আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিসরে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে চীন-মিসর সম্পর্ক আজ উদাহরণ হয়ে উঠেছে।

বিভিন্ন ক্ষেত্রে মিসরের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চীন প্রস্তুত বলেও জানান লি ছিয়াং। তিনি চীন-মিসর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করার ওপর জোর দেন।

এর আগে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস সম্মেলনে অংশ নেন চীনা প্রধানমন্ত্রী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews