আবারও চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন ক্ষুব্ধ নির্মাণশ্রমিকরা। আগের দিনের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সিইপিজেডের ভেতরে এ ঘটনা ঘটে।

এর আগে বুধবার নির্মাণাধীন ভবনে চুরির ঘটনাকে কেন্দ্র করে পোশাক ও নির্মাণশ্রমিকদের সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে পোশাক ও নির্মাণশ্রমিকরা পাল্টাপাল্টি অবস্থান নেন। 

নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘গতকালের ঘটনাকে কেন্দ্র করে নির্মাণশ্রমিকরা মোটরসাইকেলে আগুন দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নির্মাণাধীন ভবনে চুরির ঘটনাকে কেন্দ্র করে সিইপিজেডের ভেতরে পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। আজ সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কারখানার এক শ্রমিককে নির্মাণশ্রমিকরা মারধর করেন। এরপর আগুন দেওয়া হয় মোটরসাইকেলে।

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, ‘নির্মাণাধীন ভবনটির নিচে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

গতকাল সন্ধ্যার দিকে ঘটনার সূত্রপাত হয়েছিল। নির্মাণাধীন একটি কারখানার মধ্যে তিন জন লোক ঢুকে পড়েন। নির্মাণশ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করেন। কিন্তু পোশাকশ্রমিকদের দাবি, তিন শিশু ঢুকেছিল নির্মাণাধীন ভবনটিতে। এর মধ্যে একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews