ঈদের মতো সার্বজনীন উৎসবে প্রেক্ষাগৃহে বাবা–মা–সন্তান তথা পরিবারের সদস্যরা মিলে উপভোগ করার মতো সিনেমা ‘উৎসব’–হাসিমুখে এমনটাই বলছেন হল ফেরত দর্শকরা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে নানা রকম বাক্যে তারা এটাই বোঝাতে চাইছেন যে, ‘এমন সিনেমাই তারা চান’। দেশের সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিকমাধ্যম–সবখানেই ‘উৎসব’ সিনেমার প্রশংসা করছেন দর্শকরা। 

নির্মাতা তানিম নূর জানান, প্রথম সপ্তাহে (৭–১২ জুন) ঢাকা ও ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ‘উৎসব’ সিনেমার শো ছিল ৯টি। দ্বিতীয় সপ্তাহ (১৩ জুন) থেকে শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টি। এখানেই শেষ নয়, এরমধ্যে খবর এসেছে বিদেশ যাত্রার।







তৃতীয় সপ্তাহ (২০ জুন) থেকে সিনেমাটি দেখা যাবে কানাডার ‘সিনেপ্লেক্স’, যুক্তরাষ্ট্রের ‘এএমসি’, ‘রিগ্যাল’, ‘সিনেমার্ক’ এবং যুক্তরাজ্যের ‘সিনেওয়ার্ল্ড’ চেইনে।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। তারা জানায়, ২১ জুন ‘উৎসব’ মুক্তি পাবে অস্ট্রেলিয়াতেও।

চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’-এর ছায়া অবলম্বনে তানিম নূর নির্মাণ করেছেন ‘উৎসব’ সিনেমাটি। এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে গল্প।

জয়া আহসান





এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা তাকে নিয়ে যায় নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের স্মৃতির ভেতরে। সেই অভিজ্ঞতায় বদলে যেতে থাকে মানুষটি।

চরিত্রগুলোতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির শিল্পীরা।

সেখানে জাহিদ হাসান রয়েছেন কৃপণ ব্যক্তির ভূমিকায়। তিন আত্মার চরিত্রে দেখা গেছে জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিমকে। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

চঞ্চল চৌধুরী



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews