যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ এলাকার জলাবদ্ধতা দূরীকরণে নিয়োজিত পানি নিষ্কাশন পাম্পে বিদ্যুৎ বিল ৪৬ শতাংশ কমিয়েছে পল্লী বিদ্যুৎ। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধ এলাকার পানি সেচ পাম্পের মাধ্যমে নিষ্কাশন করে ওই এলাকার কৃষিজমিকে আবাদযোগ্য করার চেষ্টা করছে সরকার। এ কাজে ব্যবহৃত সেচপাম্পগুলোকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় এলটি-বি (সেচ/কৃষিকাজে ব্যবহৃত পানির পাম্প) শ্রেণিভুক্ত করা হয়েছে।

আগে এসব সেচপাম্পের বিদ্যুৎ বিল প্রতি ইউনিট ৯ টাকা ৭১ পয়সা এবং প্রতি কিলোওয়াটের জন্য ডিমান্ড চার্জ ৯০ টাকা করে দিতে হতো। এখন সেখানে প্রতি ইউনিট বিদ্যুৎ বিল ৫ টাকা ২৫ পয়সা এবং প্রতি কিলোওয়াট ডিমান্ড চার্জ ৪২ টাকা দিতে হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভবদহ জলাবদ্ধতা দূরীকরণে নিয়োজিত সেচপাম্পগুলোর জন্য বিদ্যুৎ খরচ ৪৬ শতাংশ কমবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews