অজয় দেবগণের আসন্ন ছবি ‘রেড ২’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবির একটি গানের শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী তামান্না ভাটিয়া একটি বিশেষ গানের দৃশ্যের শুটিং করছেন। সাদা ও সোনালী পোশাকে নৃত্যশিল্পীদের সঙ্গে তামান্নার ঝলমলে উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের মনে প্রশ্ন জাগিয়েছে, তবে কি আসছে ‘আজ কি রাত ২.০’?

ফাঁস হওয়া এই ভিডিওতে তামান্নাকে সাবলীল নৃত্যশৈলীতে দেখা যায়, যা তাঁর ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহের সৃষ্টি করেছে। এর আগে তামান্না ভাটিয়া ‘সুইং জারা’, ‘দাং দাং’ এবং ‘জোকায়ে নান্নু’-র মতো বেশ কিছু জনপ্রিয় গানে অংশ নিয়েছেন। তবে, সাম্প্রতিককালে ‘স্ত্রী ২’ ছবিতে তাঁর ‘কাভালা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

‘রেড ২’ ২০১৮ সালের জনপ্রিয় ছবি ‘রেড’-এর সিক্যুয়েল। এই ছবিতে অজয় দেবগণ আবারও আইআরএস অফিসার আমায় পটনায়েকের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রীতেশ দেশমুখ এবং বাণী কাপুরকে। ছবিটি আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তামান্নার এই বিশেষ গানের ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘আজ কি রাত ২.০’-এর সম্ভাবনা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে, যা ছবি মুক্তির আগে দর্শকদের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এখন দেখার অপেক্ষা, এই নতুন গানটি কতটা মাতাতে পারে দর্শক মন।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews