ফকির লালন শাহের ২৫০তম জন্মবার্ষিকী ও ১৩৪তম তিরোধান দিবস ১৭ অক্টোবর লালন ব্যান্ড সিনে আসছে নতুন অ্যালবাম। ২০১৮ সালে প্রকাশিত হয় লালনের সর্বশেষ অ্যালবাম ‘সাদা কালো’। দীর্ঘ ছয় বছর পর ব্যান্ডটি নতুন এই অ্যালবাম নিয়ে আসার ঘোষণা দিল। ‘বাউলস অব বেঙ্গল’ নামের এ অ্যালবামে থাকছে ৭টি গান। ‘বাউলস অব বেঙ্গল’ নামেই বোঝা যাচ্ছে দেশের বিভিন্ন সাধকের গান নিয়ে সাজানো হয়েছে এটি। এর মধ্যে লালনের চারটি, শাহ আবদুল করিম, রাধারমণ দত্ত ও বিজয় সরকারের একটি করে গান রয়েছে।

এগুলো গেয়েছেন ব্যান্ডটির ভোকাল নিগার সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন ব্যান্ডের দলনেতা ও ড্রামার থিন হান মং তিতি। ইউটিউবে লালন ব্যান্ডের চ্যানেলে নতুন অ্যালবাম থেকে লালনের ‘একটা বদ হাওয়া’ গানটি এসেছে গত ১১ অক্টোবর। চলতি মাসেই বাকি সব গান আসবে এখানেই। নতুন অ্যালবাম স্থান পাওয়া লালন সাঁইজির অন্য তিনটি গান হলো ‘সত্য বল সুপথে চল’, ‘মান তরঙ্গ’ ও ‘অধর চাঁদ’। এর মধ্যে ‘অধর চাঁদ’ গানে অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। এ ছাড়া শাহ আবদুল করিমের ‘তোমারও পিরিতে বন্ধুরে’, রাধারমণ দত্তের ‘বন্ধু দয়াময়’ ও বিজয় সরকারের ‘আমি যারে বাসি ভালো’ গান তিনটি রয়েছে অ্যালবামে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews