এর আগে কায়সারের মামলায় আপিল বিভাগের রায়সহ আনুষঙ্গিক নথিপত্র গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

কায়সারের অন্যতম আইনজীবী তানভীর আহমেদ আল আমিন আজ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের দেওয়া ২৬২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গতকাল অ্যাডভোকেট অন রেকর্ড গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য কায়সারের পক্ষ থেকে আবেদন করা আছে। প্রত্যয়িত অনুলিপি পেলে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে। কাদের মোল্লার মামলার রায় অনুসারে, প্রত্যয়িত অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ করার সুযোগ আছে।

মুক্তিযুদ্ধকালে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে নির্বিচারে হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে কায়সারের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ চলতি বছরের ১৪ জানুয়ারি এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে কায়সারের করা আপিল আংশিক মঞ্জুর করে এ রায় দেওয়া হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews