স্থানীয় ক্রিকেট ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা নিয়ে সমালোচনার অন্ত নেই। আঞ্চলিক ক্রিকেটের অনিয়ম প্রায়ই হয় সংবাদের শিরোনাম। স্থানীয় ক্রিকেটের বেহাল অবস্থার রেশ জাতীয় দলেও ইতোমধ্যে পড়ছে। টাইগার ক্রিকেটার নুরুল হাসান সোহানও সেই উদ্বেগ জানিয়েছেন।

জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক এই ব্যাটার এক ফেসবুক পোস্টে ক্ষোভ উগরেছেন তার জেলা খুলনার ক্রিকেট নিয়ে। সেখানের অনিয়ম তুলে ধরে আশঙ্কা প্রকাশ করেছেন সোহান, ‘এমন চললে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’

টাইগার এই ব্যাটার ফেসবুকে লিখেছেন,

‘একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসতো। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়ীক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার লোকাল ক্রিকেটাররা।

প্রায় ৮-১০ বছর ধরেই খুলনা কোনো লিগ হচ্ছে না। যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের লোকাল ক্রিকেটাররা। বিভিন্ন সময়ে  অনেকে উদ্যোগ নেয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে।

এইসব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে। যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না। 

স্বার্থান্বেষী এইসব সংগঠকদের কারণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণরা। এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’

দিনদিন অবনতির পথে টাইগার ক্রিকেট। পাইপ লাইনের বিচারেও ক্রিকেট পিছিয়ে যাচ্ছে। লিগগুলোও ঠিকঠাক হচ্ছে না। আম্পায়ারিং, ফিক্সিংসহ নানা অসঙ্গতি চোখে পড়ছে। এমন অবস্থায় নুরুল শুনিয়েছেন আশঙ্কার কথা। বিষয়টি বেশ আলোড়নও সৃষ্টি করছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews