ইসরায়েল প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে: এরদোগান

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় বরাবরের মতোই ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর ডেইলি সাবাহর।

এর আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান তিন দেশে চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে যান এরদোগান।

মঙ্গলবার পুত্রজায়ায় দুই নেতার মধ্যে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এরদোগান জানান, গাজায় মানবিক সহায়তার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোসহ আন্তর্জাতিক সংহতির গুরুত্ব রয়েছে। তিনি বলেন, যদি দক্ষিণ-পূর্ব এশিয়ার সবগুলো দেশ এগিয়ে আসে, তবে গাজায় ত্রাণ সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূমির ওপর থেকে ইসরায়েলের আবশ্যিকভাবে দখলদারত্ব ছাড়তে হবে। পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন, সার্বভৌম ও অখণ্ড এক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে গাজা প্রসঙ্গে তুরস্কের নেতৃত্বের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, গাজার প্রসঙ্গ সামনে এলেই তুরস্ক নেতৃত্বের অবস্থানে চলে আসে। অন্য কোনো দেশ তুরস্কের মতো মানবিক সহায়তা সরবরাহের ক্ষেত্রে কাজ করতে পারেনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থা- আসিয়ানভুক্ত দেশগুলোকে গাজার পুনর্গঠনে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে কাজ করবেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews