ফরহাদ মজহার বললেন

মনে যদি পুলিশ থাকে, বাইরে লাগবে কেন?

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘মনে যদি পুলিশ থাকে, তাহলে বাইরে লাগবে কেন?’ লালন শাহের স্মরণোৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ উৎসবের আয়োজন করে।

ফরহাদ মজহার বলেন, ‘লালন আমাদের গঠন করতে চেয়েছিলেন। নতুন ধরনের সমাজ গড়ার কথা বলেছেন। নতুন রাষ্ট্র বানানোর কথা বলেছেন। এমন সমাজের স্বপ্ন দেখেছেন, যেখানে পুলিশ লাগে না।’ এর পরও পুলিশ থাকার কারণ হিসেবে তিনি বলেন, ‘আপনার মনে পুলিশ নাই। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি উচ্ছৃঙ্খল।’

তিনি আরও বলেন, ‘এটা গুরুবাদী ধর্ম। গুরুবাদী মানে, তারা শুধু জীবন্ত মানুষের ভজন করে। গুরু আপনাকে যেটা করতে বলেছেন, এটা করবেন। আপনার গুরু আপনাকে যে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রে চলবেন। এটাকে লালনবাদ বানাবেন না।’

জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম।

জানা গেছে, দোলপূর্ণিমার রাতে শিষ্যদের নিয়ে কালীগঙ্গার ধারে সাধুসংঘে বসতেন লালন শাহ। এরই ধারাবাহিকতায় প্রতিবছর ফাল্গুনে আখড়াবাড়িতে দোলপূর্ণিমা বা স্মরণোৎসব করা হয়। তিন দিন হলেও এবার এক দিনের অনুষ্ঠান হচ্ছে। আলোচনা ও বাউলদের আপ্যায়নের মধ্য দিয়ে আজ শেষ হবে আয়োজন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews