শেরপুরে এক এএসআই ও তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা অপহরণের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।

বুধবার দুপুরে শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার আসবাবপত্র ব্যবসায়ী বিসমিল্লাহ মালয়েশিয়ান ফার্নিচার গ্যালারির স্বত্বাধিকারী হারুনুর রশিদ তার নিজ দোকানে এক সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. হারুন অর রশিদ খান লিখিত বক্তব্যে বলেন, ব্যবসায়িক কাজে অর্থ সংকট হওয়ায় গৌরীপুর এলাকার বাসিন্দা ঢাকার শাহজাহানপুর থানায় কর্মরত এসআই এনামুল কবির তোতার স্ত্রী শেরপুরের চৈতাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. শামীমা আক্তার শিল্পীর কাছ থেকে চার লাখ টাকা মাসিক ২০ হাজার টাকা সুদে ধার নেয়। কয়েক মাস সুদের টাকা পরিশোধের পর তিনজন সাক্ষীর সম্মুখে ৪ লাখ ১০ হাজার  টাকা পরিশোধ করেন; কিন্তু টাকা পরিশোধের পরও ওই এএসআই এনামুল আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

গত রোববার ৩-৪ জন সন্ত্রাসী ভাড়া করে আমার প্রতিষ্ঠানে এসে আমাকে ও আমার সন্তানকে উঠিয়ে নিয়ে হত্যা করার হুমকি দিলে আমি এখন মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছি বলে লিখিত বক্তব্যে জানান। তিনি আরও অভিযোগ করেন, টাকা না দিলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। পরে বাধ্য হয়ে নিজের জীবন বাঁচাতে সিআর আমলি আদালত শেরপুরে একটি মামলা দায়ের করেন।

তিনি উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আদালতের কাছে তার ও সন্তানদের নিরাপত্তা চান। এ ঘটনার উপযুক্ত বিচার চান তিনি। 

বিষয়টি নিয়ে অভিযুক্ত এএসআই এনামুল কবির তোতার স্ত্রী শামীমা আক্তার শিল্পীর সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বপরিচিত থাকায় হারুনকে টাকা ধার দিয়েছি। এখন টাকা আত্মসাৎ করার জন্য এ মিথ্যা মামলা সাজিয়েছেন। আমার কাছে ব্যবসায়ী হারুনের স্বাক্ষর করা চেক ও স্ট্যাম্প রয়েছে। আমি এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব। আর আমার স্বামীকে জড়িয়ে মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews