ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট অনুযায়ী জুলাই গণহত্যা শেখ হাসিনার নির্দেশে সংগঠিত হয়েছে।



বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।  

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছার সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।







 

আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এখন পর্যন্ত টিকে আছে। বিএনপি নেতাকর্মীরা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় অনেকেই আহত, নিহত, কারারুদ্ধ ও নির্যাতনের শিকার হয়েছে। ৫ আগস্টের আগে যারা জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করেছে, যারা নির্যাতিত হয়েছিল তাদের প্রাধান্য দিতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপানসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক ‌ আজম খান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক‌ রশিদুল ইসলাম লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews