অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও ঋণের টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, শেখ হেলাল দম্পতি এবং মেহের আফরোজ চুমকি দম্পতির বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, সালমান এফ রহমানের কথিত বান্ধবী ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ঋণের অর্থ লুটে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। ১৯০ কোটি টাকার মানি লন্ডারিং এবং ৩৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে, ভাতিজাসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

দুদক মহাপরিচালক আরও জানান, প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭টি ব্যাংক হিসাবে মোট ৫৩ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

 অপর মামলায় তার স্ত্রী শেখ রূপা চৌধুরীর বিরুদ্ধে তার স্বামী শেখ হেলাল উদ্দিনের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এদিকে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews