বাচ্চাদের এক মুহূর্তের অসতর্কতাই বড় বিপদের কারণ হতে পারে। খেলতে খেলতে, খাবার খেতে খেতে কিংবা ছোট কোনো বস্তু নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে অনেক সময় বাচ্চারা সেটা মুখে দিয়ে ফেলে—আর সেটাই গলায় বা শ্বাসনালিতে আটকে গিয়ে দম বন্ধ হয়ে আসার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। এমন সময় ঘাবড়ে না গিয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়াই পারে শিশুর জীবন বাঁচাতে।
শিশুরা কৌতুহলী। তাদের চারপাশের সবকিছুই তারা মুখে দিয়ে চিনে নিতে চায়। ফলে ছোট বস্তু যেমন মুদ্রা, বোতামের ঢাকনা, মার্বেল, খেলনার ছোট অংশ কিংবা খাবারের টুকরো শ্বাসনালীতে আটকে গিয়ে শ্বাসকষ্ট (অ্যাসফিক্সিয়া) পরিস্থিতি তৈরি করতে পারে।
এই পরিস্থিতিতে কী করা উচিত, চলুন জেনে নেওয়া যাক:
১. লক্ষণগুলো চিনে নিন:
২. তাৎক্ষণিক করণীয় (১ থেকে ৫ বছর বয়সী শিশুর জন্য):
৩. বড় বাচ্চার (৫ বছরের ঊর্ধ্বে) ক্ষেত্রে Heimlich maneuver প্রয়োগ:
৪. কখন হাসপাতালে যাবেন:
৫. প্রতিরোধে যা করবেন:
বাচ্চার শ্বাসনালীতে কিছু আটকে যাওয়ার ঘটনা খুবই ভয়াবহ ও তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজনীয়। তবে মা-বাবা বা আশপাশের মানুষ যদি প্রাথমিক করণীয়গুলো জানেন, তাহলে অনেক সময় বিপদ এড়ানো সম্ভব। তাই সচেতন থাকুন, শিশুদের নিরাপদে রাখুন।
প্রয়োজনে শিশু চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না।