ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের বাখুণ্ডা থেকে ভাঙ্গা পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের তালমা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। আধা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করার ফলে কয়েক শ যানবাহন আটকে পড়ে। বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাফিজ, মোশাররফ হোসেন খান, সজীব ঘোষ প্রমুখ।