চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, নতুন রাজনৈতিক দল তাদের নূন্যতম সমালোচনা সহ্য করতে পারে না। আপনি যদি তাদের সামান্য সমালোচনাও করেন তারা পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভুল ধরিয়ে নিজেদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে।





বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লাহ আল নোমানের স্মরণে ও রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফার আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।  

নাছির উদ্দীন বলেন, বর্তমানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে আমরা নতুন কোনোকিছুই দেখিনি। বরং  জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেসময় তিনি যেসব পলিসি গঠন করেছিলেন সেই পলিসিই এখন নতুন রাজনৈতিক দল গ্রহণ করেছে। তবে এটি দোষের কিছু নয়।  

তিনি বলেন, তাদের নেতৃত্ব নির্বাচন খুবই গতানুগতিক এবং সিলেক্টিভ থেকে হয়েছে বলে আমরা মনে করছি। তাদের বৈদেশিক নীতির বিষয়েও আমরা নতুনত্ব দেখিনি। আপনারা দেখেছেন নতুন দলের প্রধান জনাব নাহিদ একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন যে বাংলাদেশের ধনী ব্যক্তিরাই তাদের দলকে অর্থায়ন করেছে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের সবথেকে ধনী তারাই যারা ফ্যাসিবাদ তৈরি করেছিল। সুতরাং সেই ফ্যাসিবাদের দোসররা যে নাহিদদের নতুন দলকে অর্থ সঞ্চালন করেননি এটা নাহিদের স্পষ্ট করা উচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৮০ সালে বিশশালা পরিকল্পনার মধ্য দিয়ে বিএনপি সংস্কার কাজ শুরু করেছে। আজকে হয়তো অনেকেই জানে না। মালয়েশিয়ার পুত্রজায়াতে মাহতির মোহাম্মদ টুয়েন্টি টুয়েন্টি একটি টাওয়ার করেছে, সেখানে শহীদ জিয়ার বিশশালা পরিকল্পনার সমস্ত কর্মসূচি লেখা আছে। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া টুয়েন্টি-থার্টি ভিষণ উপহার দিয়েছে। সবশেষ আমাদের দেশনায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কার দিয়েছে। কাজেই আমি মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে বিএনপির সংস্কার শুরু হয়ে।  

চসিক মেয়র বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই  চলমান প্রক্রিয়ার জন্য নির্বাচনকে কোনোক্রমেই দীর্ঘায়িত করা যাবে না। নির্বাচন নির্বাচনের জায়গায় হবে এবং আমরা আশা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে।  

বিএনপি চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, ছাত্রদল নেতা শাওন কবীরের ওপরে আওয়ামী দোষর পুলিশ বাহিনী যে ন্যাক্কারজনক অত্যাচার করেছে তার বিচার দাবি করছি না। ধৈর্য ধরছি, সংযম করছি এর মানে এই নয় যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোন ধরনের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দুর্বল হয়ে গেছে। ভদ্রতা, সংযম, সংযত সঙ্গে দুর্বলতার কোনো সম্পর্ক নেই।  

আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।  

এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদি আমিন, তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান, চবি উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক এস. এম. নছরুল কদির প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫

এমএ/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews