কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে টিম যুগান্তর। পল্টনের আউটার স্টেডিয়ামে টেলিভিশন চ্যানেল আরটিভিকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।
সাদ্দাম হোসেন ইমরানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হওয়া ২০ মিনিটের এই খেলায় বল দখলে রেখে প্রতিপক্ষ টিমের ওপর আধিপত্য বিস্তার করেছে টিম যুগান্তর। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি যুগান্তরের ফুটবলাররা।
প্রতিপক্ষকে চাপে রেখে পুরো সময়টাতে প্রতিপক্ষের রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে যুগান্তর টিম। তবে সেই পরীক্ষায় পাস করতে পারেনি আরটিভি। বরং রক্ষণভাগে দেয়াল তুলে আরও বেশি গোল হজম করা থেকে বেঁচেছে দলটি।

ম্যাচের পুরোটা সময় প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নেওয়া মাজহার মিথুন জোড়া গোল করেছেন। দলের হয়ে অপর গোলটি করেছেন জ্যোতির্ময় মণ্ডল। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাজহার মিথুন।
এর আগে, গত সোমবার পল্টনের আউটার স্টেডিয়ামে দৈনিক মানবজমিনকে ২-০ গোলে হারিয়েছিল টিম যুগান্তর।
টিম যুগান্তরের সদস্যরা হলেন- কাজী জেবেল (অধিনায়ক), মাজহার মিথুন, হামিদ বিশ্বাস, সাদ্দাম হোসেন ইমরান, জ্যোতির্ময় মণ্ডল, চমং উ মারমা, হেলাল নিরব, সাহাদাতুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন (গোলরক্ষক)।
টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজন করে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিয়েছে গণমাধ্যমের মোট ৩২টি ফুটবল দল।