ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগে সহজ জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ পুলিশ এফসি। গতকাল বিকালে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে লিগের ১১তম রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারায় রহমতগঞ্জ। বিজয়ী দলের হয়ে ম্যাচের ২৮ মিনিটে স্থানীয় ডিফেন্ডার তানভির হোসেন এবং ৪৪ মিনিটে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বুয়াটেং একটি করে গোল করেন। ম্যাচ জিতে ১১ খেলায় ছয় জয় ও পাঁচ হারে ১৮ পয়েন্ট পেয়ে তালিকার চতুর্থ স্থানে উঠলো রহমতগঞ্জ। সমান ম্যাচে এক জয় ও দশ হারে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তলানীতে চট্টগ্রাম আবাহনী।
একই দিন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ পুলিশ এফসি। বিজয়ী দলের হয়ে ম্যাচের ৭১ ও ৮৫ মিনিটে ফরোয়ার্ড এম এস বাবলূ দু’টি ও ৭৮ মিনিটে আরেক ফরোয়ার্ড দীপক রায় একটি গোল করেন। ১১ ম্যাচ শেষে পাঁচটি করে জয় ও হার এবং এক ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠলো পুলিশ। সমান ম্যাচে তিন জয় ও আট হারে ৯ পয়েন্ট পাওয়া ফকিরেরপুলের অবস্থান অষ্টম স্থানে।