আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়ে গেলো প্রবাসী নারী উদ্দোক্তাদের ঈদ মেলা। ১৫ই মার্চ শনিবার স্থানীয় সময় বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত লিসবনের রোমাস্হ লিটন তার্কিশ গ্রীল রেস্টুরেন্টের হল রুমে চলে এই ঈদ মেলা।

ঈদ মেলায় লিসবনে বসবাসরত প্রবাসী নারী উদ্যোক্তাদের প্রায় ৩০টি মতো স্টল বসে। ঈদকে সামনে রেখে ঈদের দেশীয় পোশাক, ন্যাচারাল ডাইয়ের শাড়ি, ছোটদের পোশাক, টিপ, দেশীয় খাবার সামগ্রী, বিভিন্ন ধরনের হাতের তৈরি আচার, মেয়েদের দেশীয় এবং লোকজ গয়নাসহ ঈদের প্রস্তুতি হিসেবে মেয়েদের মেকআপ, সাজসজ্জা ও মেহেদীর ব্যবস্থাও ছিলো চোখে পড়ার মতো।

উক্ত মেলার আয়োজক প্রবাসী নারী উদ্দোক্তা মাহমুদা চৌধুরী বলেন, প্রথম বারের মতো পর্তুগালে আমরা এই মেলার আয়োজন করেছি। এতে লিসবনের সকল শ্রেণির প্রবাসীগণের এতো সাড়া পাবো ভাবেনি। সত্যি খুবই ভালো লাগছে এতো উপস্থিতি এবং নারী উদ্যােক্তাদের বেচাকেনা দেখে। আমাদের প্রতিটি স্টলেই ছিলো ক্রেতাদের ভিড়।

সদ্য পর্তুগালে আসা প্রবাসী নারী সনিয়া আক্তার সোয়া বলেন, প্রবাসে এমন মেলা আমাদের জন্যে সত্যিই খুব আনন্দের আজ এই মেলায় এসে খুবই ভালো লাগছে ঈদের আগ মুহূর্তে দেশীয় ঈদের বাজারের মতো একটি আমেজ অনুভব করছি সেই সাথে এখানে এসে মনে হচ্ছে দূর প্রবাসে নয় মনে হচ্ছে বাংলাদেশে রয়েছি।

বিডি প্রতিদিন/এএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews