রিয়াল মাদ্রিদ পাশে বসেছিল। তাদেরকে পেছনে ফেলার সুযোগ নষ্ট করেনি বার্সেলোনা। রবিবার কাতালান ডার্বিতে জিরোনাকে ৪-১ গোলে উড়িয়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষে উঠলো হ্যান্সি ফ্লিকের দল।

এই জয়ে বার্সেলোনা ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট পেয়েছে। সমান খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। এই ম্যাচে জয়ের নায়ক রবার্ট লেভানডোভস্কি।

স্কোর ১-১ থাকার পর লেভানডোভস্কি জোড়া গোল করেন। তাতে লা লিগায় ২৫ গোল করে শীর্ষে উঠলেন পোলিশ স্ট্রাইকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়ালের কিলিয়ান এমবাপ্পে তিন গোল পেছনে।

বার্সেলোনা শুরু থেকে দাপট দেখায়। ফারমিন লোপেজ ও লেভানডোভস্কি দুটি শটে জিরোনার গোলপোস্টে দাঁড়ানো পাউলো গাজ্জানিগার পরীক্ষা নেন।

কয়েক মুহূর্ত পর লোপেজ বক্সের প্রান্তে ফাউল হলে রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। ভিএআরে পেনাল্টির সম্ভাবনা যাচাই করতে বলা হলে বার্সা খেলোয়াড়দের বিস্মিত করে তিনি ফ্রি কিক দেন জিরোনাকে। 

জুলেস কোন্দের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। বার্সার মুহুর্মুহু আক্রমণে যেন জিরোনা কোনও উত্তর খুঁজে পাচ্ছিল না। কিন্তু গাজ্জানিগা বারবার স্বাগতিকদের গোল প্রচেষ্টা নস্যাৎ করে দেন। প্রথমার্ধে একাই চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন জিরোনা কিপার।

তবে আর্জেন্টাইন কিপারকে অসহায় হয়ে বার্সার লিড নেওয়া দেখতে হয়েছে। বিরতির দুই মিনিট আগে লামিন ইয়ামালের ফ্রি কিক জিরোনা ডিফেন্ডার লাদিসলাভ ক্রেচির গায়ে লেগে আত্মঘাতী গোল হয়।

জিরোনা ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। মাঝমাঠে বল পেয়ে ডাচ ফরোয়ার্ড আরনাউত দানজুমা বাঁকানো শটে উজচেখ শেসনিকে পরাস্ত করেন।

জিরোনা সমতা ফেরালেও বার্সা আতঙ্কিত হয়নি। এক ঘণ্টা যেতেই তারা ফের লিড নেয়। লোপেজের হেড করে বক্সে বাড়ানো বল অ্যাক্রোবেটিক ফিনিশিংয়ে দূরের পোস্ট দিলে জালে পাঠান লেভানডোভস্কি। ৭৭তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৩৬ বছর বয়সী স্ট্রাইকারকে গোল বানিয়ে দেন ফ্রেঙ্কি ডি ইয়াং। তার নিচু শট বাঁক খেয়ে গাজ্জানিগাকে পরাস্ত করে।

বদলি নামা ফেরান তোরেস স্কোর ৪-১ করেন। উইং থেকে আসা একটি পাস নিয়ন্ত্রণে নিয়ে নিচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ইয়ামাল পঞ্চম গোল করেই ফেলেছিলেন। কিন্তু তার বাঁকানো শট ক্রসবারে আঘাত করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews