পবিত্র ঈদুল ফিতরের আনন্দে আতশবাজি ফুটানোর সময় শ্বাসনালীতে আঘাত পেয়ে রাফি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) রাতে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফি পটুয়াখালী পৌরসভার মুন্সেফপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে এবং চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের জন্য রাফি কয়েকজন বন্ধুর সঙ্গে আতশবাজি ফুটাচ্ছিল। এ সময় একটি আতশবাজি বিস্ফোরিত হয়ে তার শ্বাসনালীতে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর না ঘটে।

আরটিভি/কেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews