এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ক্যারিয়ারে বেশ কিছু নাটক, টেলিফিল্ম এবং ওয়েব উপহার দিয়েছেন। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সবকিছু মিলিয়ে তার সঙ্গে কথা বলেছেন -পান্থ আফজাল

কী কাজ নিয়ে ব্যস্ততা?

আসলে কাজ তো চলছেই। ভালো গল্প নিয়ে কিছু কাজ করছি। এখন অস্ট্র্রেলিয়ায় রয়েছি অনেক দিন ধরে। নববর্ষ এখানে পালন করেছি। বিভিন্ন স্থানে ঘুরছি, নাটকের শুটিং করছি। সম্প্রতি মুশফিক ফারহানের সঙ্গে কাজ করেছি। আরও বেশ কিছু নাটকের শুটিং করব। সব মিলিয়ে বেশ সময় কেটে যাচ্ছে।

গল্পগুলো গতানুগতিক ধারার নাকি কিছুটা ব্যতিক্রম?

দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকে ব্যতিক্রমী গল্পের কাজ করছি। সামনেও এটা অব্যাহত থাকবে।

নাটক হলো, ওয়েব ফিল্মেও কাজ করেছেন। পূর্ণাঙ্গ ফিল্মে কবে?

ভালো গল্প ও এর ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, তা জেনেবুঝে তবেই ফিল্মটা শুরু করা উচিত। কারণ অন্য অনেক কাজ নিয়ে হয়তো আমার ভালোমন্দ আলোচনা-সমালোচনা খুব বেশি দিন থাকে না। কিন্তু ক্যারিয়ারে ফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ। ছবির ব্যবসা কেমন হবে সেটি আমার দেখার বিষয় নয়। কিন্তু ছবিটির গল্প ও আমার চরিত্র নিয়ে আমার দর্শকের মুগ্ধতা কুড়াতে চাই আমি। তাই কবে নাগাদ চলচ্চিত্রে আসব, দিন-তারিখ ঠিক করে বলাটা মুশকিল। শুধু এটুকু বলতে পারি, আমি চলচ্চিত্রে নিয়মিতই হতে চাই। কিন্তু তা যদি আমার পছন্দের নির্মাতাদের ছবি হয়। চলচ্চিত্র একটা বড় ক্যানভাস, সেখানে নিজেকে দেখতে কে না চায় বলুন।

পুরোদস্তুর কমার্শিয়াল ফ্যান্টাসি মুভিগুলোয় কাজ করতে আগ্রহী?

আমার কোনো আপত্তি নেই। কেন আপত্তি থাকবে? আর এখন বাণিজ্যিক ঘরানার ছবির আদলও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সব মিলিয়ে ছবির গল্প ও নির্মাণটা আধুনিক হওয়া জরুরি।

নিজের বন্ধুদের ছবি এলে হলে গিয়ে দেখতে যান অথচ বাকিদের...

এটা মোটেই ঠিক নয় যে অন্যদের ছবি দেখি না। বিষয়টা হলো, মুভি দেখতে যাওয়া এখনকার লাইফ স্টাইলে কিন্তু অনেক বড় বিষয়। সবকিছুর বাইরে আপনাকে আলাদা সময় বের করতে হবে। তাই যে মুভি আমাকে টানবে সেটিই কিন্তু দেখতে যাব। এটা ঠিক বন্ধুর মুভি দলবেঁধে দেখতে যাই। বন্ধুদের জন্য এটাই স্বাভাবিক না?

আপনার ভালোবাসার খবর কী?

আমার জীবনের ভালোবাসার অবস্থা কিন্তু খুব ভালো। পরিবার, বন্ধুদের নিয়ে খুব ভালো আছি। দিনকালও ভালোই কাটছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে জীবনসঙ্গীর কথা সামনে আসে। সে ক্ষেত্রে বলব, আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি। জীবনসঙ্গী যখন আসবে, তখন সবাই জানতে পারবেন।

তাহলে পেশার ভালোবাসায় আছেন?

সেটা ঠিক। আমি প্রেমে আছি, ভালোবাসায় আছি, তবে সেটা শুধুই কাজের। কাজের ভালোবাসায় আছি। অনেকে হয়তো ভাবতেও পারেন, এটা বলার জন্য বলছি। মোটেও তা নয়, আমি মন থেকে বলতে চাই, আমি সত্যিই আমার পেশাকে খুব ভালোবাসি। এই পেশার প্রেমে আমি ডুবে আছি। কাজের মধ্যে আমি এত বেশি ব্যস্ত থাকি, তাই আলাদাভাবে জীবনসঙ্গী নিয়ে ভাবার সময় পাই না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews