প্রতি বছর অনুষ্ঠিত হয় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব (আইএফএফআই)। এবার অনুষ্ঠিত হবে ৫১তম আসর। সেখানে মনোনীত হয়েছে বলিউড সুপারস্টার হৃতিক রোশনের ‘সুপার ৩০’ সিনেমাটি। এছাড়াও গল্লি বয়, বাধাই হো, উরি এবং সার্জিকাল স্ট্রাইক ছবিগুলোও রয়েছে তালিকায়।

ভারতীয় তথ্য মন্ত্রণালয় হতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে যে তালিকা এসেছে সেখানে নেই বিজেপি ভক্ত তারকা কঙ্গনা রানাউতের সিনেমা মণিকর্ণিকা।

তালিকায় আছে :

উরি : সার্জিক্যাল স্ট্রাইক
অভিনয়ে : ভিকি কৌশল
পরিচালক : আদিত্য ধর

সুপার ৩০
অভিনয়ে : হৃতিক রোশন
পরিচালক : বিকাশ বাহল

গল্লি বয়
অভিনয়ে : রণভীর সিং, আলিয়া ভাট
পরিচালক : জোয়া আক্তার

বাহাত্তর হুরাইন
অভিনয়ে : পবনরাজ মালহোত্রা, আমির বশির
পরিচালক : সঞ্জয় পুরান সিং চৌহান

পরিক্ষা
অভিনয়ে : আদিল হুসেন, প্রিয়াঙ্কা বোস
পরিচালক : প্রকাশ ঝা

বাধাই হো
অভিনয়ে : আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্ত
পরিচালক : অমিত শর্মা

প্রসঙ্গত, সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবটি অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১৬ জানুয়ারি।

এলএ/পিআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews