আগামী ১০ জুন নিজেদের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের। তাই আজ বুধবার ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে তারা।
বাফুফে থেকে এরই মধ্যে মাঠে ঘাস তৈরির কাজ শুরু করা হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝে পায়নি তারা। মাঠ পরিদর্শন করে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম গ্রাউন্ডস কমিটি নিয়ে বলেছেন, ‘আমাদের সভাপতি গ্রাউন্ডস কমিটি করেছেন, যেটি আজকালকের মধ্যে প্রকাশ হবে। যারা মাঠ সম্পর্কে জানে, তারাই আছেন কমিটিতে। আমরা বুঝে নেওয়ার পর দায়িত্ব অবশ্যই আমাদের ওপর পড়ে। এই মাঠের জন্য তিনজনের বিশেষ কমিটি হচ্ছে।’
প্রায় আধঘণ্টারও বেশি সময় জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও অন্যান্য দিক দেখে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এই ভেন্যুতে আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী। জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সর্বাত্মক সহায়তা করছে। ১০ জুনের মধ্যে যাবতীয় কাজ সম্পন্ন করে এখানে ম্যাচ আয়োজনের জন্য আমাদের সভাপতিও আন্তরিক। ড্রেসিংরুম যথেষ্ট ভালো লেগেছে, আন্তর্জাতিক মানের, যদিও আমার চেয়ে টেকনিক্যাল ব্যক্তি সাবেক ফুটবলাররা এখানে আছেন, তারা ভালো বলতে পারবেন।’
জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে ম্যাচ কমিশনার ও রেফারিজ রুম এখনও হয়নি। বাফুফে সহ-সভাপতি জানালেন, ‘ম্যাচ কমিশনারের রুমের জায়গাটি এনএসসি আমাদের দেখিয়েছে। আমরা এটি নিজ উদ্যোগে করবো জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় রেখেই। ফুটবলে স্পেসিফিক কিছু বিষয় রয়েছে যা বাফুফের বিশেষজ্ঞ রয়েছে তাদের মাধ্যমে করা হবে।’