টাঙ্গাইলের ভূঞাপুরের এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে ২ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই মামলার অন্য দুই আসামী অপ্রাপ্ত বায়স্ক হওয়ায় তাদেরকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন, ঘাটাইল উপজেলার রামপুর এলাকার মো: শাহজাহানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), গোপালপুর উপজেলার কামাক্ষা বাড়ী এলাকার হিরালাল আর্য্য এর ছেলে গৌতম চন্দ্র আর্য্য (৩০)।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শাহানশাহ মিন্টু জানান, ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের মাজেদা বেগমের নাতী মাসুদ রানা ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। সেখান থেকে দণ্ডিত ব্যক্তিরা শিশুটিকে অপহরণ করে। পরবর্তীতে তারা শিশুটির পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  মুক্তিপণের টাকা না পেয়ে শিশু মাসুদ রানাকে হত্যা করা হয়।

ওই ঘটনায় ২০১৩ সালের ৩ অক্টোবর শিশুটির নানী মাজেদা বেগম বাদী হয়ে ভূঞাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন।

পরে সেই মামলায় গৌতম চন্দ্র আর্য্য, হাসান আলী ও এক শিশু আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আসামীপক্ষের আইনজীবী শামীম চৌধুরী দয়াল ও খুকু রানী দাস বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট নই। এ মামলায় উচ্চ আদালতে আপিল করবো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews