মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের ফুটবল দলের কোচ রিচ রদ্রিগেজ খেলোয়াড়দের টিকটকে নাচতে নিষেধ করেছেন। কোচের এ নিষেধাজ্ঞার পর খেলোয়াড়দের এখন ফুটবল মাঠে সেরা অনুশীলনের জন্য তাদের শক্তি সঞ্চয় করতে হবে। মাউন্টেনিয়ার্স কোচ সাংবাদিকদের এ নিষেধাজ্ঞা সম্পর্কে বলেন, এ সপ্তাহে বসন্তকালীন অনুশীলনে এটি আরোপ করা হয়েছিল।
উল্লেখ্য, ৬১ বছর বয়সী রিচ রদ্রিগেজকে গত বছরের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো মাউন্টেনিয়ার্স কোচ নিয়োগ করেছিল। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি মাউন্টেনিয়ারদের ৬০-২৬ ব্যবধানে নেতৃত্ব দিয়েছিলেন। সূত্র : জে এন।