বৈঠক শেষে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। সালেহউদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে এ সভা হবে। এতে দেশি-বিদেশি অতিথিরা থাকবেন।

স্মরণসভা আয়োজনে কত টাকা খরচ হবে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, পাঁচ কোটি টাকার বেশি খরচ হতে পারে। সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে বলে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিতে হয়েছে। আইসিটি মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে।

জানা গেছে, স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে দায়িত্ব পালন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews