এই দিনে জন্ম নিয়েছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও প্রয়াত হয়েছিলেন স্টিফেন হকিং। একইসঙ্গে দিনটিকে ‘পাই দিবস’ হিসেবেও পালন করা হয়।
তাত্ত্বিক পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপিত হল ঢাকায়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও আলিয়াঁন্স ফ্রঁসেস দ্য ঢাকা এর যৌথ উদ্যোগে এ দিনে জ্যোতির্বিজ্ঞান তথা মহাকাশ বিজ্ঞানবিষয়ক সেমিনার, বিজ্ঞানবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও টেলিস্কোপে গ্রহ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেন উদ্যোক্তারা।
আয়োজক সংগঠন অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন বলেন, “ঘটনাবহুল ১৪ মার্চ তারিখটি বিজ্ঞান সংগঠনগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এই দিনে জন্ম নিয়েছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও প্রয়াত হয়েছিলেন স্টিফেন হকিং। একইসঙ্গে দিনটিকে ‘পাই দিবস’ হিসেবেও পালন করা হয়।”
আয়োজনের প্রথম পর্বে সেমিনার ও বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী হয়। এ আয়োজন করা হয়েছে ধানমণ্ডির আলিয়াঁন্স ফ্রঁসেস মিলনায়তনে। এখানেই সেমিনার ও বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র দেখিয়েছেন আয়োজকরা।
আলোচনা পর্বে স্টিফেন হকিংয়ের জীবন ও কর্ম নিয়ে কথা বলেন নিভৃত নিরূপণ। তারপর আলবার্ট আইনস্টাইন এর জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রাজ্ঞ কথন। সর্বশেষে ‘পাই’ দিবস উপলক্ষে এ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করেন সুশ্রুত ঐকতান।
মহাকাশবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশী মহাকাশ আলোকচিত্রী কবীর জামি, ফেরদৌস আহমেদ রাফি ও আহনাফ সাফিন ইসলামের তোলা মহাকাশের বিভিন্ন ছবি ছিল।
আলবার্ট আইনস্টাইন এর কর্ম ও জীবন নিয়ে প্রতিযোগিতামূলক আয়োজনে অংশগ্রহণকারীদের তৈরী করা পোস্টার এর প্রদর্শনীও হয়েছে এদিন। এ প্রদর্শনী চলবে ২১ মার্চ পর্যন্ত।
দিনের সর্বশেষ আয়োজনটি ছিল টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের আয়োজনের বিষয়টি। আট ইঞ্চি ডায়ামিটারের ‘অরায়ন’ নামের টেলিস্কোপ দিয়ে দেখানো হয় বৃহস্পতি ও এর চারটি গ্যালালিয়ন উপগ্রহ। আরও দেখা যায় মঙ্গলগ্রহ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়াঁন্স ফ্রঁসেস দ্যো ঢাকা’র পরিচালক এম ফ্রাঁসোয়া গ্রোজজিন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। সঞ্চালনা করেন অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য ও আলবার্ট আইনস্টাইনের জন্মবার্ষিকী উদযাপন কমিটির পরিচালক আলিফ রুদাবা।