ইসরাইল নামক বিষফোঁড়াকে প্রতিরোধ করতেই হবে উল্লেখ করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘১৯৪৮ সালে অবৈধভাবে গঠিত রাষ্ট্র ইসরাইলকে বাংলাদেশ কিংবা ফিলিস্তিনের জনগণ কখনোই স্বীকৃতি দেয়নি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে ইসরাইল। কিন্তু ইসরাইল সেই চুক্তি বারবার ভঙ্গ করেছে। তারা গাজায় হামলা করে মানবাধিকারকে পদদলিত করেছে। সারা দুনিয়ার জন্য ইসরাইল একটি বিষফোঁড়া। এই বিষফোঁড়াকে প্রতিরোধ করতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

রোববার (২০ এপ্রিল) গুলশানের কার্যালয়ে আগামী ২৬ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন’ মহাসমাবেশ উপলক্ষে ‘মুভমেন্ট ফর ফ্রি ফিলিস্তিন’-এর পক্ষ থেকে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতাদেরকে আমন্ত্রণ জানাতে গেলে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানিকে মুভমেন্ট ফর ফ্রি ফিলিস্তিনের পক্ষে সৈয়দ হাসান আল আযহারী, মুহাম্মদ শফিক আল মুজাদ্দেদী আমন্ত্রণপত্র পৌঁছে দেন। বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান অসুস্থ থাকায় তার পক্ষ থেকে দলের মহাসচিব এই আমন্ত্রণপত্র গ্রহণ করেন।  

এ সময় তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ঐতিহাসিক অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মহাকবি ইকবাল ও মোহাম্মদ আলী জিন্নাহ বেলফোর ঘোষণা ও ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করেছিলেন। বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ইউরোপ থেকে ইহুদি সেটলার আমদানি থেকে শুরু করে ১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। এমনকি স্বাধীনতার পর বাংলাদেশও সেই অবস্থান বজায় রেখেছে।’ 

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘আমরা গাজাকে মুক্ত ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত কোনোভাবেই থেমে যাব না। হয় আমরা ফিলিস্তিনকে স্বাধীন করব; নয়তো ফিলিস্তিনি শিশুদের মতো শাহাদতকে হাসিমুখে বরণ করে নেব। মুসলমানদের জন্য এর কোনো বিকল্প পথ নেই। ন্যাপের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মওলানা ভাসানী, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া ও জননেতা শফিকুল গানি স্বপনের পথ ধরে বাংলাদেশ ন্যাপ সব সময়ই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক প্রত্তুত কুমার রায় প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews