‘ইকিউ বা ইমোশনাল কোশেন্ট উচ্চমানের’ থাকায় মডেলটির জন্য বিভিন্ন মিম ও ব্যঙ্গাত্মক কার্টুন বোঝা সহজ বলে দাবি বাইদু’র।
এআই শিল্পে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুটি নতুন এআই মডেল চালু করেছে চীনের সার্চ জায়ান্ট বাইদু।
রোববার কোম্পানিটি বলেছে, দুটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চালু করেছে তারা, যার মধ্যে একটি হচ্ছে যুক্তিনির্ভর এআই মডেল। এটি ডিপসিকের বিভিন্ন এআই মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বাজারে এনেছে তারা।
বাইদু বলেছে, “আর্নি এক্স ১ নামে আমাদের নতুন এআই মডেলটি কেবল অর্ধেক দামে ডিপসিক আর ১ এআই মডেলের সমান পারফরম্যান্স দেবে। এক্স ১-এর রয়েছে বোঝা, পরিকল্পনা, প্রতিফলন ও বিবর্তনের সক্ষমতা। এটিই আমাদের প্রথম ডিপ থিংকিং মডেল, যেটিতে ব্যবহৃত হয়েছে অটোনোমাস টুল।”
সার্চ জায়ান্টটি নিজেদের আরেকটি এআই মডেল সম্পর্কে বলেছে, তাদের সর্বশেষ এআরএনআইই ৪.৫ নামের এআই মডেলটির “চমৎকার মাল্টিমোডাল সক্ষমতা রয়েছে। এর অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ সক্ষমতাও উন্নত। ফলে মডেলটির বোঝার সক্ষমতা, উৎপাদন, যুক্তি ও স্মৃতিশক্তি আরও উন্নত।”
টেক্সট, ভিডিও, ছবি ও অডিও’সহ বিভিন্ন ধরনের ডেটা প্রক্রিয়াকরণ ও তা সংহত করতে পারে এবং এসব ফরম্যাটে বিভিন্ন কনেটেন্টও রূপান্তর করতে পারে মাল্টিমোডাল ধরনের বিভিন্ন এআই সিস্টেম।
‘ইকিউ বা ইমোশনাল কোশেন্ট উচ্চমানের’ থাকায় মডেলটির জন্য বিভিন্ন মিম ও ব্যঙ্গাত্মক কার্টুন বোঝা সহজ বলে দাবি বাইদু’র।
চ্যাটজিপিটি স্টাইলের চ্যাটবট চালুর জন্য চীনের প্রথম দিককার প্রযুক্তি জায়ান্টগুলোর মধ্যে বাইদু একটি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এর আগে, এআই নিয়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে ওপেনএআইয়ের জিপিটি ৪-এর সঙ্গে তুলনীয় পারফরম্যান্স দাবি করা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আর্নি বট আনে কোম্পানিটি। তবে জনপ্রিয়তা পেতে এখনও লড়াই করেছে মডেলটি।