প্রকাশিত হয়েছে ব্যান্ড মেঘদল-এর নতুন গান। গানের শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার। মেঘদলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল জানান, অ্যালুমিনিয়ামের ডানা মেঘদলের তৃতীয় অ্যালবাম। এ অ্যালবামে মোট ১০টি গান থাকবে।‘গোলাপের নাম’সহ ইতোমধ্যে ৭টি গান প্রকাশিত হয়েছে। বাকি তিনটি গান এ বছরই প্রকাশ করা হবে। ২০২২ সালে প্রকাশিত এই অ্যালবামের গান ‘এ হাওয়া’ শ্রোতামহলে সাড়া ফেলেছিল। গানটি মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল। মেঘদলের বর্তমান সদস্য শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এমজি কিবরিয়া (বেজ গিটার), তানভির দাউদ রনি (কীবোর্ড), সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিনেট, স্যাক্সোফোন)।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews