আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করা ৩০ জন ‘জঙ্গি’কে হত্যা করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে গত তিন দিনে এ অভিযান চালানো হয়।

আজ শুক্রবার (৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহত ব্যক্তিরা পাকিস্তান তালেবান বা তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য এবং সীমান্ত অতিক্রম করে হামলার চেষ্টা করছিল। বিবৃতিতে ভারতকে এদের মদদদাতা হিসেবেও অভিযুক্ত করা হয়েছে।

সেনাবাহিনীর ভাষ্য, “নিরাপত্তা বাহিনী ব্যতিক্রমী পেশাদারিত্ব ও সতর্কতা দেখিয়ে একটি সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় রোধ করেছে। অভিযানে প্রচুর অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।”

উল্লেখ্য, গত সপ্তাহেই ওই একই সীমান্ত অঞ্চলে আত্মঘাতী হামলায় পাকিস্তানের ১৬ জন সেনা নিহত হয়েছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে এক বিবৃতিতে বলেন, “আমরা দেশ থেকে সকল প্রকার সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতেও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ উসকে দেওয়ার অভিযোগ আনা হয়। এতে বলা হয়, পারমাণবিক শক্তিধর প্রতিবেশীরা প্রায়ই একে অপরের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডে জঙ্গি গোষ্ঠীগুলোর মদদ দেওয়ার অভিযোগ করে আসছে।

সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews