উত্তর কোরিয়ার ইন্টারনেট ব্যবস্থায় শনিবার (৭ জুন) বড় ধরনের গোলযোগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক এক গবেষক। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত দেশটির প্রধান সংবাদমাধ্যম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়ার ইন্টারনেট ব্যবস্থা পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্যভিত্তিক গবেষক জুনেইদ আলি। তিনি বলেছেন, দেশটির ইন্টারনেট ব্যবস্থায় গুরুতর কোনও ব্যাঘাত ঘটেছে। চীন, রাশিয়াসহ সব লাইনের সঙ্গে যুক্ত সংযোগেই সমস্যা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার পুরো ইন্টারনেট পরিকাঠামোই এখন মনিটরিং সিস্টেমে অদৃশ্য, অর্থাৎ কোনো তথ্য প্রবাহ বা সংযোগ চিহ্নিত করা যাচ্ছে না।

সমস্যার কারণ সম্পর্কে নিশ্চিত জানা যায়নি বলে মন্তব্য করেছেন আলি। তিনি বলেন, সমস্যাটি ইচ্ছাকৃত নাকি নেহাতই দুর্ঘটনা-সেটা এখনও বলা মুশকিল। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বহিঃশক্তির সাইবার হামলার চেয়ে অভ্যন্তরীণ কোনও গড়বড়ের সম্ভাবনাই বেশি।

দক্ষিণ কোরীয় পুলিশের সাইবার টেরর রেসপন্স সেন্টার মূলত উত্তর কোরিয়ার সাইবার কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে। এই প্রতিবেদনের জন্য তাদের বক্তব্য জানার চেষ্টা করে রয়টার্স কোনও সাড়া পায়নি।

ইন্টারনেট ব্যবস্থা খুবই কঠোর হাতে নিয়ন্ত্রণ করে থাকে পিয়ংইয়ং। তাদের নজরদারি এতোটাই কড়া যে কোনও অনলাইন যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত হওয়ার বিষয়টিও সীমিত। সাধারণ জনগণের জন্য সরকার এক ধরনের অভ্যন্তরীণ ইন্টারনেট (ইন্ট্রানেট) ব্যবস্থা স্থাপন করেছে, যা বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন।

অন্যদিকে, সরকার ও দেশের উচ্চপদস্থ কিছু ব্যক্তি উন্মুক্ত ইন্টারনেট ব্যবস্থা উপভোগ করে বলে জানা যায়। অভিযোগ রয়েছে, অনলাইন সংবাদমাধ্যমে বাইরের দুনিয়ার কাছে অভ্যন্তরীণ বিষয়ে মনগড়া তথ্য দিয়ে থাকে উত্তর কোরিয়া।

আগেও একাধিকবার দেশটির গুরুতর ইন্টারনেট বিঘ্নের শিকার হয়েছে। ধারণা করা হয়, ওই ঘটনাগুলো ছিল বাইরের কোনও পক্ষের সাইবার হামলা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews