গোসল করা নিয়ে অনেকের কষ্টের শেষ নেই। আবার শীতকালে গোসল নিয়েও থাকে অনীহা। এই সমস্যার সমাধানে জাপানি কোম্পানি সায়েন্স নিয়ে এসেছে মানুষের জন্য বিশেষ ওয়াশিং মেশিন। এটি শুধু গোসল করিয়েই নয়, গা শুকিয়ে মানসিক শান্তিও প্রদান করবে।
‘মিরাই নিঙ্গেন সেন্টাকুক’ নামের এই অভিনব মেশিনটি দেখতে টিউবের মতো। এর ভেতরে রয়েছে উন্নত পানির জেট এবং মাইক্রোস্কোপিক বায়ু বুদ্বুদ, যা ১৫ মিনিটের মধ্যে ত্বকের ময়লা পরিষ্কার করে এবং ত্বক শুকিয়ে দেয়।
এআই প্রযুক্তি দ্বারা চালিত এই মেশিন ব্যবহারকারীর ত্বকের ধরন এবং শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী পরিষ্কারের প্রক্রিয়া কাস্টমাইজ করে। প্রক্রিয়ার সময় এটি মানসিক শান্তির জন্য শিথিল ভিজ্যুয়াল প্রজেকশন দেখায়।
উচ্চ-গতির পানির জেট এবং বুদ্বুদগুলো ত্বকে ফেটে গিয়ে ময়লা সরায়। এআই সিস্টেম তাপমাত্রা ও চাপ নিরীক্ষণ করে প্রয়োজনীয় সামঞ্জস্য করে আরাম নিশ্চিত করে।
মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে মেশিনটি ব্যবহারকারীর সংবেদনশীল অবস্থা বিশ্লেষণ করে। শিথিলতা বাড়াতে এটি পডের ভেতর শান্ত পরিবেশ তৈরি করে।
২০২৫ সালে ওসাকা এক্সপোতে এই মেশিন প্রথমবার প্রদর্শিত হবে। সেখানে ১,০০০ জন দর্শক এটি ব্যবহার করার সুযোগ পাবেন। প্রাথমিক সফলতার পর মেশিনটি বাজারে উন্মুক্ত করা হবে।
সায়েন্স ইতোমধ্যে স্বয়ংক্রিয় বাথটাবের জন্য অর্ডার নেওয়া শুরু করেছে। কোম্পানির চেয়ারম্যান ইয়াসুয়াকি আওয়ামা জানিয়েছেন, মেশিনটির কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং এক্সপোর পর এটি ব্যাপক উৎপাদনে যাবে।
এই অভিনব উদ্ভাবন ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও আরামের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।