সেপ্টেম্বর-অক্টোবরে ছেলেদের এশিয়া কাপও ভারতে হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, মে মাসে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। যদিও কয়েকটি সংবাদমাধ্যমে খসড়া সূচির বিষয়টি উঠে এসেছে। সেখানে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। কিন্তু কাশ্মীর ইস্যুতে ভারত গ্রুপ পর্বে আর পাকিস্তানের বিপক্ষে খেলতে চাইবে না বলেই মনে হচ্ছে।
বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা এরই মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। সরকারের সিদ্ধান্তই আমাদের অবস্থান। আমরা পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলি না এবং (অদূর ভবিষ্যতেও) খেলব না। কারণ, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত।’ বিসিসিআইয়ের আরেক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, তাঁরা বিরাজমান জাতীয় পরিস্থিতির প্রতি সংবেদনশীল।