ফিনল্যান্ডের বিপক্ষে গতকাল শততম ম্যাচে মাঠে নেমেছিলেন হ্যারি কেইন।বিশেষ এই উপলক্ষ্য স্মরণীয় করে রাখতে তাকে ম্যাচ শুরুর আগে দেওয়া হয় তাকে দেওয়া হয় গোল্ডেন ক্যাপ।এদিন মাঠে কেইন নেমেছিল সোনার বুট পরে।সেই বুট যেন ফিরিয়ে আনন পুরোনো কেইনকে। সাম্প্রতিক কিছুটা ছন্দ হারানো এই তারকা ফরোয়ার্ড মাইলফলক ম্যাচে ছিলেন দুর্দান্ত।জোড়া গোলে দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে ইংলিশরা। প্রথমার্ধে আধিপত্য দেখালেও ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
এ দুই গোলে জাতীয় দলে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নিলেন কেইন।ইংল্যান্ডের হয়ে ১০০ ম্যাচে এখন এই ফরোয়ার্ডের গোলসংখ্যা রেকর্ড ৬৮ টি।
এছাড়া অ্যাসিস্ট করেছেন ১৭টি।প্রতিপক্ষ গোলরক্ষক বাধা হয়ে না দাঁড়ালে মাইলফলক ম্যাচে হ্যাটট্রিকের দেখাও পেয়ে যেতে পারতেন কেইন।
এই জয়ে ফিনল্যান্ডের ওপর আধিপত্যও ধরে রাখল ইংল্যান্ড। এই নিয়ে দলটির বিপক্ষে ১২ ম্যাচ খেলে অপরাজিত রইল তারা (১০টিতে জিতেছে ইংল্যান্ড, বাকি দুটি ড্র)।
দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে 'বি' লিগের দুই নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড।
একই সময়ে শুরু আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে গ্রিস। ইংলিশদের সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গ্রিকরা।