প্রকাশিত : ৫ অক্টোবর ২০১৯, ০১:৪৮ পি. এম.

Print

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থনৈতিক উন্নয়নের জন্য নৈতিক ও দক্ষ মানুষ তৈরি করছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স।এ কথা জানিয়েছন স্কুলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। ঢাকা স্কুল অব ইকোনোমিক্স আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক উদ্যোক্তা মেলা, সম্মেলন এবং এলিভেটর পিচ-২০১৯ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকেও দক্ষ মানবসম্পদ তৈরির আহবানও জানান তিনি।

অনুষ্ঠানে উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলের জন্য ৭ শিক্ষার্থী এবং ৭ তরুণ উদ্যোক্তাকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে কৃষি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মাদ ইসমাইল বলেন, ভালো উদ্যোক্তাকে ব্যাংকাররা ঋণ দিতে আগ্রহী হন, তাই সততার সাথে নতুন উদ্যোক্তাদের কাজ করার আহবান জানান। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক ড. আইরিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ মহিউদ্দিন, কিউ পিয়ালের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতির সমন্বয়ক অধ্যাপক মুহাম্মদ মাহবুব আলী।

মুহাম্মদ মাহবুব আলী বলেন, আজ এত বছর পরও সমগ্র দেশে কিডনি বিশেষজ্ঞ আছেন পঞ্চাশ জনের মতো। নিউরোসার্জনের সংখ্যাও শতাধিক মাত্র। মানুষ উন্নততর চিকিৎসাপ্রাপ্তির উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেতে বাধ্য হচ্ছেন। কেননা প্রায় ১৭ কোটি মানুষের দেশে এত স্বল্পসংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চলে না। অন্যদিকে কার্ডিওলজিস্টের সংখ্যাও বড়জোর 2'শর মতো। আবার কার্ডিওভাসকুলার সার্জনের সংখ্যাও দেড়শর মতো। স্বল্পসংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার থাকায় চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম। এ অবস্থায় বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে টানাটানি চলতে থাকে।

প্রকাশিত : ৫ অক্টোবর ২০১৯, ০১:৪৮ পি. এম.





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews