‘চম্পক’—এশিয়ান চিরহরিৎ ফুলের গাছ, যা হিন্দু ও বৌদ্ধদের কাছে পবিত্র। এ নামের আরও সংশ্লিষ্টতা আছে। যেমন মধ্যযুগীয় বাঙালি কবি বিপ্রদাস পিপিলাইয়ের ‘মনসামঙ্গল কাব্যে’ এ নামে একটি নগরীর উল্লেখ আছে। তবে এসব কারণে আইপিএলে রোবট কুকুর ক্যামেরার এ নাম দেওয়া হয়নি।
গতকাল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের ম্যাচ শুরুর আগে চার পায়ের চম্পকের সঙ্গে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারকে মজা করতে দেখা যায়। এই রোবট কুকুরের সঙ্গে দৌড়েছেন গাভাস্কার। আইপিএলে এবারই প্রথম রোবট কুকুরকে দেখা যাচ্ছে। একটি অনলাইন পোলে ক্রিকেটপ্রেমীদের কাছে এর নাম কী হতে পারে, তা জানতে চেয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। সেখানে ‘চম্পক’ নামটি টিকে যায়।