তিন অঙ্কের জাদুকরি ইনিংস খেলে দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসিয়েছেন নুরুল হাসান সোহান ও সাদমান ইসলাম। সোহানের সেঞ্চুরিতে ধানমন্ডি ক্রিকেট ক্লাব ৯৭ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। টেস্ট ওপেনার সাদমানের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ৭ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটার্সকে। গুলশান ক্রিকেট ক্লাব ৫৭ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।  বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রথম ব্যাটিংয়ে ম্যাচসেরা নুরুল সোহানের অপরাজিত ১৩২ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে ধানমন্ডি। ১৩১ বলের অপরাজিত ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ৪টি ছক্কা। তিনি ছাড়াও দলটির পক্ষে ৪৫ রান করেন হাবিবুর রহমান সোহান ও ৪০ রান করেন সানজামুল ইসলাম। ২৭৮ রানের টার্গেটে সানজামুল ইসলামের ঘূর্ণিতে ৪৫.৩ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। সানজামুলের বোলিং স্পেল ১০-১-৪৯-৪। শাইনপুুুকুরের পক্ষে রাহিম আহমেদ সর্বোচ্চ ৪২ রান করেন। ৫ ম্যাচে ৩ জয়ে ধানমন্ডির পয়েন্ট ৬ এবং শাইনপুকুর ৪টি হেরেছে।  বিকেএসপি-৪ নম্বর মাঠে সাদমানের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ৩১ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। অমিত মজুমদারের ৮১ ও আসাদুল্লাহ আল গালিবের ৫৭ রানে ভর করে রূপগঞ্জ ২৬০ রান করে। অগ্রণীর পক্ষে রুয়েল মিয়া ও তাইবুর রহমান ৩টি করে উইকেট নেন। ২৬১ রানের টার্গেটে জিততে সামনে থেকে নেতৃত্ব দেন সাদমান ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে। ১০৯ বলের ইনিংসটিতে ১১টি চার ও ২টি ছক্কা ছিল। এ ছাড়া ৫৭ বলে ৬২ রান করেন অধিনায়ক ইমরুল কায়েশ। অধিনায়ক ইমরুলের এটা ৫ ম্যাচে চার নম্বর জয় এবং রূপগঞ্জ ক্রিকেটার্সের টানা পঞ্চম হার।

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ৫৭ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। প্রথম ব্যাটিংয়ে গুলশান ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রান করে গুলশান। আজিজুল হাকিম ৬২ রান করেন। জবাবে পারটেক্স ৪৩.২ ওভারে ১৬৪ রান করে। গুলশানের এটা ৫ ম্যাচে তৃতীয় জয় এবং সমান সংখ্যক ম্যাচে পারটেক্সের চতুর্ত হার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews