‘এফডিসির শিল্পী সমিতির যাঁদের কেউ অভিনয়ে ডাকেন না, তাঁদের নিয়েই কাজ করছি। বঞ্চিতদের আমি তুলে ধরতে চাই। তাঁদের পথচলায় সহযোগিতা করতে চাই।’ কথাগুলো চিত্রনায়িকা রত্নার। এই অভিনেত্রী এবার এফডিসির পার্শ্বচরিত্রের বঞ্চিত অভিনয়শিল্পীদের নিয়ে শুরু করেছেন নাটক প্রযোজনার কাজ। একই সঙ্গে তিনি অভিনয়ও করেছেন। ঈদে ‘প্রতিবাদী নারী’ ও ‘ঝগড়াটে পরিবার’ নাটকে তাঁকে দেখা যাবে।
রত্না কবির জানান, বিভিন্ন সময় সিনেমায় তাঁর সঙ্গে সহ–অভিনয়শিল্পী হিসেবে যাঁরা কাজ করেছেন, তাঁদের সঙ্গে নিয়েই তাঁর এই নতুন যাত্রা। তিনি বলেন, ‘এফডিসির অনেক শিল্পীর মেধা থাকা সত্ত্বেও কাজে ডাক পান না। তাঁদের নিয়েই আমরা কাজ করছি। আমার নাটক ও চ্যানেলের মাধ্যমে তাঁদের প্রোমোট করতে চাই। এতে যদি আমি লাভবান হই, তাহলে শিল্পীদের মধ্যে সেটা ভাগ করে দেব। আমি কাউকে বঞ্চিত করব না।’