বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের রোডম্যাপ দাবি করে ৮ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আগামী সোমবারের (১২ মে) মধ্যে বাস্তবায়নের দাবি জানান তারা।  

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লাইব্রেরির সামনে থেকে কলা ভবন হয়ে টিএসসি ঘুরে শাহবাগ পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল ২৪-এর গণঅভ্যুত্থানের পরে পিএসসি সংস্কার হয়ে যাবে কিন্তু আজও আমরা সংস্কারের আলোর মুখ দেখতে পাইনি। আমাদের পিএসসি সংস্কারের জন্য রাজপথ নেমে আসতে হচ্ছে। 

তিনি বলেন, যেখানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আশ্বাস দেওয়ার ৮ দিন পরও প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি বিগত সিন্ডিকেটের উৎখাতও সম্ভব করা যায়নি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা প্রাক যাচাই প্রক্রিয়ার সমাধান চাই। প্রাক যাচাইয়ের মাধ্যমে হয়রানিমূলক প্রক্রিয়ার সমাধান চাই। আমাদের অতিদ্রুত ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে।

এছাড়াও অন্যান্য আন্দোলনকারীরা আগামী সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews