বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, তার মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি বাবাকে দেখতে আসেননি, বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে আসেননি।

এ নিয়ে রিয়া মনি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলমকে পাল্টা দোষারোপ করেন। রিয়া মনি (তৃতীয় স্ত্রী) হিরো আলমের স্ত্রী থাকা অবস্থায় তিনি (আলম) পরকীয়ায় জড়ান বলে অভিযোগ তোলেন রিয়া মনি।

হিরো আলমকে অভিযুক্ত করে রিয়া মনি গণমাধ্যমকে বলেন, ‘মানুষ হিসেবে যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি, সে পরকীয়া করেছে, এখন আমি কী বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে?’

হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ার অভিযোগ, ‘একজন স্ত্রী বর্তমান থাকতেও আলম যেহেতু পরকীয়া করছে, সেক্ষেত্রে সে ভালো মানুষ না। ভালো মানুষ হলে তো আর পরকীয়া করত না।’

সূত্র: https://www.facebook.com/share/r/16KewkYkPd/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews