অ্যাপলের আগামী প্রজন্মের আইফোন ১৭ এয়ার নিয়ে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—পেন্সিলের চেয়েও পাতলা।

ইউটিউবার লুইস হিলসেনটেগার জানান, আইফোন ১৭ এয়ারের ডামি ইউনিট মাত্র ৫.৬৫ মিমি পুরু, যেখানে সাধারণ পেন্সিল ৬ মিমি। হিলসেনটেগার আইফোন ১৭ প্রো ম্যাক্সের পাশে এটি ধরে দেখান।

পাতলা ডিজাইনের কারণে ফিচার কিছুটা কমতে পারে। ধারণা করা হচ্ছে, এতে থাকবে একটিমাত্র ক্যামেরা ও কম ব্যাটারি ধারণক্ষমতা।

আইফোন ১৭ এয়ারকে ‘প্লাস’ মডেলের স্থানে বাজারজাত করা হতে পারে। ফলে স্ট্যান্ডার্ড, প্রো ও প্রো ম্যাক্সের সঙ্গে থাকবে ‘এয়ার’ বিকল্প।

প্রযুক্তি ওয়েবসাইট টমস গাইডের তথ্য মতে, এর দাম হতে পারে আইফোন ১৬ প্লাসের সমান (৮৯৯ ডলার) অথবা প্রো ম্যাক্সের থেকেও বেশি (১১৯৯ ডলার)।

বর্তমানে ডামি দেখা গেলেও, যদি অ্যাপল এই ডিজাইন ধরে রাখে, এটি হবে তাদের সবচেয়ে সাহসী ও বিতর্কিত আইফোনগুলোর একটি।

২০২৫ সালের সেপ্টেম্বরে আইফোন ১৭ এয়ার বাজারে আসতে পারে। এর প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এজ।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews