খুশকি দূর করতে রাসায়নিক উপাদান সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার সবসময় কার্যকর নাও হতে পারে।

তাই প্রাকৃতিক উপাদান নিম-পাতা দিয়ে খুশকি দূর করার কয়েকটি পন্থা জানানো হল রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

নিমের পানি

উপকরণ: ৩৫-৪০টি নিমের পাতা। এক, দেড় লিটার পানি।

পদ্ধতি: পানি ফুটিয়ে চুলা বন্ধ করে দিন। এরপর এতে নিম পাতাগুলো সারা রাত ভিজিয়ে রাখুন।

পরদিন সকালে এই পানি দিয়ে চুল ধুয়ে নিন।

নিম পানি দিয়ে চুল ধোয়া মাথার ত্বকের খুশকি ও চুলকানি কমায়। সপ্তাহে দুতিন বার ব্যবহারে খুশকির সমস্যা পুরোপুরি দূর হয়।

নিমের চুলের মাস্ক

উপকরণ: ৩০-৪০টি নিম-পাতা। এক লিটার পানি। এক টেবিল-চামচ মধু।

পদ্ধতি: পানি ফুটিয়ে চুলা বন্ধ করে দিন। এরপর এতে সারা রাত নিম-পাতা ডুবিয়ে রাখুন। পরদিন সকালে নিম-পাতাগুলো তুলে বেটে নিন।

বাটা নিম-পাতার সঙ্গে মধু যোগ করে মাস্ক তৈরি করে মাথার ত্বক ও চুলে ব্যবহার করুন।

২৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহারে খুশকির পরিমাণ কমবে।

নিম পাতা ও নারিকেল তেল

উপকরণ: আধা কাপ নারিকেল তেল। ১০টি নিম-পাতা। আধা চা-চামচ লেবুর রস। ২ টেবিল-চামচ রেড়ির তেল বা ক্যাস্টর অয়েল।

পদ্ধতি: নারিকেল তেল গরম করে এর মধ্যে নিম-পাতা দিয়ে চুলা বন্ধ করে ১০-১৫ মিনিট রেখে দিন।

তেল ঠাণ্ডা হয়ে আসলে লেবুর রস ও ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। মাথায় তেল ব্যবহারের পর এক ঘন্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

এই তেল দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়।

আরও পড়ুন

ত্বক ও চুলে নিমের ব্যবহার  

নিম দিয়ে ত্বকের যত্ন  

নিমের ‘ফেইস ওয়াশ’ ব্যবহারের উপকারিতা  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews