রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়ায় নিজ বাসার ছাদ থেকে পড়ে বিপাশা মির্জা (১৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন এ তথ্য জানান।
বিপাশা মির্জা স্থানীয় আইডিয়াল কমার্স কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সে মৃত বাকি মির্জার মেয়ে।
বিপাশার মা মোর্শেদ আরা সালাম জানান, রাতে ছাদে হাঁটার সময় পা পিছলে নিচে পড়ে যায় তার মেয়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এসআই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।