এ বিষয়ে জানতে চাইলে ক্লাবটির কোচ হান্নান সরকার প্রথম আলোকে বলেন, ‘আগে তাঁর নিষেধাজ্ঞা শেষ হোক। আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেব।’
বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও বিশৃঙ্খলার জন্য বেশি খবরের শিরোনাম হয়েছেন নাসির।