এবার আর লাইনে দাঁড়িয়ে নয়, সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের জন্য অনলাইনে টিকিট ছেড়েছিল বাফুফে। এজন্য টিকিফাইকে (tickify.live) দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অভিজ্ঞতা ভালো হলো না দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার, এই ওয়েবসাইটে টিকিট ছেড়ে বিপাকে পড়েছে তারা।

আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুর ১২টা থেকে এই ওয়েবসাইটে টিকিট ছাড়ার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয় রাত ৮টায়। অনেকে আগে থেকেই ওয়েবসাইটে ঢুকে ছিলেন। কিন্তু তারপরও টিকিট পাননি। পরে অনেকে ওয়েবসাইটে ঢুকতে পারেননি। কেউ কেউ প্রয়োজনীয় তথ্য দিলেও ‘বাই নাউ’ বাটনে ক্লিক করে ব্যর্থ হন টিকিট পেতে। 

শেষ পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ করে রাখে বাফুফে। এই সমস্যার কারণ নিয়ে বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল রবিবার গণমাধ্যমকে বলেন, ‘আমরা সাইবার সিকিউরি এক্সপার্ট দিয়ে চেক করেছি। আমাদের দুটা অ্যাটাক হয়েছিল ওয়েবসাইটে। একটা বনানী ও বাড্ডার দিকে ছিল অ্যাটাক। টিকিফাই এটা নিয়ে কাজ করছে। প্রধান লক্ষ্য হলো টিকিটগুলো অনলাইন করা। এটার জন্য ব্যাক আপ সিকিউরটি সিস্টেম ক্রিয়েট করেছি। চাইছি না দ্বিতীয়বার লাইভে গিয়ে সাইট ডাউন হয়ে যাক। আজ রাতের মধ্যে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। যতক্ষণ না শতভাগ নিশ্চিয়তা দিতে পারবো ডাউন হবে না, ততক্ষণ টিকিট বিক্রি করবো না।”

টিকিফাই সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়েছে বললেন তিনি, ‘দুর্ভাগ্যক্রমে ইফতি সাহেব (টিকিফাইয়ের কর্মকর্তা) কী বলেছিলেন সেটা উনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উনারা আমাদের যে প্রেজন্টেশন দিয়েছিলেন, প্রক্রিউরমেন্ট কমিটি প্রেজেন্টশেনের ওপরে যে ফাইনান্সিয়াল ইনফরমেশন দরকার ছিল সেটার ওপর ভিত্তি করে সেরা সিদ্ধান্ত নিয়েছে। ওরা এখনও প্রমিজ করছে, ওরা পারবে।’

তাজওয়ার আরও বললেন, ‘আমাদের চাহিদা ও লক্ষ্য ছিল, বাংলাদেশি কোম্পানিকে প্রমোট করা। যেহেতু ওরা (টিকিফাই) অভিজ্ঞ, আতিফ আসলামের কনসার্ট করেছে । হয়ত একটা ভুল হয়ে গেছে। যখন দুই জায়গা থেকে অ্যাটাক হয়, তার মানে কেউ না কেউ তো ষড়যন্ত্র করেছে। আমাদের দরকার কীভাবে রিকভার করে নিউট্রাল ও স্বচ্ছভাবে দর্শকের কাছে টিকিট দিতে পারি, সেটা নিশ্চিত করা।’

পেমেন্ট করেও যারা টিকিট পাননি তাদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘এ পর্যন্ত ৩৫০০ টিকিট বিক্রি হয়েছে। কিছু টিকিট মিচ ম্যাচ হয়েছে ইমেলের সঙ্গে। আমার এসব বিষয়ে ফিজিক্যাল ও ফরেনসিক অডিট করবো। কোন টিকিট ম্যাচ হয়েছে, কার পেমেন্ট হয়েছে, প্লাস টিকিট ম্যাচ করে নাকি চেক করবো। ভুল ত্রুটি কারেকশান করবো। যারা পেমেন্ট করেছে, তারা টিকিট পাবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews