গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচিত সরকার না এলে রাষ্ট্রের সমস্যার সমাধান হবে না। অনির্বাচিত সরকারের পক্ষে বড় বাজেটের কাজ করা সম্ভব হয় না। কারণ তারা অর্থনৈতিক সংকটে থাকে।
রবিবার (৩০ মার্চ) বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার চর বিশ্বাস এলাকায় গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নূর বলেন, চাইলে সারা দেশের যেকোনও আসনে নির্বাচন করতে পারবো। মানুষ চেনে, জানে ভালোবাসে। তাছাড়াও গত ষোল বছরে আওয়ামী দুঃশাসনে থেকেও মানুষের অধিকার আদায়, একটি সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের জন্য যে আন্দোলন-সংগ্রাম করেছি, দেশ-বিদেশের সব মানুষই তা প্রত্যক্ষ করেছে। তাই আমাদের প্রতি মানুষের একটা সমর্থন আছে। আমাদের মতো যারা পরিচিত মুখ, তাদের জন্য সবচেয়ে সহজ শহর থেকে নির্বাচন করা। ঢাকা খেকে নির্বাচন করলে খরচ কম ও অন্যান্য সমস্যাও কম। কারণ সেখানে কারও ছেলের বিয়ে, মেয়ের বিয়ে ও চাকরি-বাকরির সমস্যা নিয়ে মানুষ আসে না। সেখানের লোকজন কিন্তু সারাদেশ থেকে এসে চাকরি করে এবং অনেকে প্রতিষ্ঠিত। তিনি বলেন, যদি ঢাকাতে নির্বাচন করিও আমার প্রথম অগ্রাধিকার পাবে নিজের জন্মভূমির আসনটি। ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে দৃষ্টান্ত রাখতে চান বলে প্রতিশ্রুত ব্যক্ত করেন নূর। এক্ষেত্রে তিনি নেতাকর্মী ও এলাকাবাসীকে তার পক্ষে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করার আহ্বান জানান।